সত্যেন্দ্রনাথ বসুর জীবন ও কীর্তি নিয়ে রাস্তায় নামল মুক্তমন

পয়লা জানুয়ারি, ২০২৪, রাজ্যজুড়ে উৎসবের মধ্যেই বিশ্ববন্দিত বৈজ্ঞানিক আচার্য্য সত্যেন্দ্রনাথ বসুর জীবন ও কীর্তি নিয়ে রাস্তায় নামল মুক্তমন।‌ এদিন ছিল মহাবিজ্ঞানীর ১৩১-তম জন্মদিন। নবগ্রামের নৈটি রোডে স্লাইড সহযোগে সত্যেন্দ্রনাথের জীবন ও কীর্তি নিয়ে আলোচনা করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদির্থবিদ্যা বিভাগের শিক্ষক ও মুক্তমন পত্রিকার অন্যতম সংগঠক ড অভিজিৎ চক্রবর্তী।‌ তাঁর বক্তব্যে কণা পদার্থবিদ্যার ক্ষেত্রে সত্যেন্দ্রনাথের অবদান ও তার আন্তর্জাতিক স্বীকৃতি চমৎকারভাবে ফুটে ওঠে। একাধারে ক্ষুরধার পদার্থবিদ , যুক্তিবাদী, মানবতাবাদের মূর্ত প্রতীক, সংস্কৃতিমনস্ক, আর্তের সেবায় অচঞ্চল, সাম্রাজ্যবাদবিরোধী সত্যেন্দ্রনাথ বসুর অসামান্য জীবনকাহিনী বহু পথচলতি মানুষ এদিন দাঁড়িয়ে শোনেন।‌ এদিন উৎসবের আবহেই বিজ্ঞানীর কথা বহু মানুষ ভীড় করে শুনেছেন।



Categories: Featured, Outreach Program, Science

Leave a comment