বঙ্গীয় বিজ্ঞান পরিষদের ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে ৭৫ টি বক্তৃতামালার আয়োজন করা হয়েছে বিভিন্ন স্কুল ও কলেজে। মুক্তমন পত্রিকা গোষ্ঠী এই বক্তৃতামালার অনুষ্ঠানে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সাথে যুক্ত হয়েছে। হুগলী ও অন্যান্য জেলার বিভিন্ন স্কুল কলেজে বক্তৃতার আয়োজন করা হচ্ছে। বিষয়বস্তু থাকছে বিজ্ঞানীদের জীবন ও কীর্তি, স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী বিজ্ঞান চর্চা সম্পর্কিত বিষয়।
এই কর্মসূচীর মধ্যে ৯ সেপ্টেম্বর, ২০২২ তারিখে হুগলী জেলার দেবীশ্বরী বিদ্যানিকেতনে “মাদাম কুরি ও তাঁর প্রভাব” এবং “বিজ্ঞানে বাঙালী নারী” বিষয়ে আলোচনা করেন মুক্তমন পত্রিকা গোষ্ঠীর অন্যতম সদস্য এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ অভিজিৎ চক্রবর্তী। ডঃ চক্রবর্তী বঙ্গীয় বিজ্ঞান পরিষদেরও সদস্য।
এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ১০৩ জন ছাত্রী এবং শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। প্রায় এক ঘন্টা ধরে ডঃ চক্রবর্তীর আলোচনা সকলেই নিবিড় আগ্রহে অনুধাবন করেন। অনুষ্ঠানে ডঃ চক্রবর্তীর বক্তব্যের পর ছিল প্রশ্নোত্তর পর্ব। ছাত্রীরা উৎসাহের সাথে এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। সমগ্র আলোচনা খুবই মনোজ্ঞ হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে স্কুল কর্তৃপক্ষ জানান যে ছাত্রীদের জন্য অনুষ্ঠানটি অত্যন্ত কার্যকরী হয়েছে। ছাত্রীদের বিজ্ঞান মনস্ক এবং বিদ্যালয়মুখী করে তোলার জন্য এই রকম আলোচনা আরও করার অনুরোধ জানান।


Categories: Outreach Program
Leave a Reply