আলোচনা : “বিজ্ঞানে ভারতীয় নারী” : ৭ ই মার্চ, ২০২০

৭ ই মার্চ, ২০২০, শনিবার : কোন্নগর নবগ্রামের সত্যভারতী বালিকা বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়ে, মুক্তমন পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে বিজ্ঞান দিবস উপলক্ষে, বর্ধমান বিশ্ববিদ্যালয়য়ের পদার্থবিদ্যার অধ্যাপক ড: অভিজিৎ চক্রবর্তী তার স্বভাবসিদ্ধ সহজ সরল ভাষায় শতাধিক ছাত্রীর সামনে এক ঘন্টা র কিছু বেশি সময় ধরে আলোচনা করেন । ২০২০ সালের জাতীয় বিজ্ঞান দিবসের মূল ভাবনা “বিজ্ঞানে ভারতীয় নারী” র প্রসঙ্গে কয়েকজন প্রাক-স্বাধীনতা ( ডাঃ আনন্দীবাই জোশী ) ও স্বাধীনতা-উত্তর পর্বের ( আন্না মানী, বি বিজয়ালক্ষ্মী প্রমুখ ) নারী বিজ্ঞানীদের অবদান ও জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয় পাওয়ারপয়েন্টের মাধ্যমে। এর সাথে বিজ্ঞান দিবসের ইতিহাস, তাৎপর্য ও অধ্যাপক সি ভি রমণের জীবন ও কর্মকাণ্ডের বিভিন্ন দিক বিশদে ব্যাখ্যা করা হয়। “রমণ ক্রিয়া” ছাড়াও তিনি যে আরও বিভিন্ন বিষয়ে পথিকৃৎ ছিলেন ও ওনার কাজগুলোর বর্তমানকালের গুরুত্বও আলোচিত হয়। বিদ্যালয়ের ১৪০ জন ছাত্রী (মূলত নবম ও দশম শ্রেণীর) ও শিক্ষিকারা এই অনুষ্ঠানটি তে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা ও মুক্তমন গোষ্ঠীকে হার্দিক ধন্যবাদ জানিয়ে সমগ্র অনুষ্ঠানটি শেষ করেন। গত বছরের মত এবছরেও মুক্তমন এইরকম বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা করেছে। আগ্রহী প্রতিষ্ঠানকে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।



Categories: Featured, Outreach Program, Science

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: